• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবারও শীর্ষ স্থান হারালেন সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৩:০১ পিএম
আবারও শীর্ষ স্থান হারালেন সাকিব

আবারও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বুধবার (১৫ সেপ্টেম্বর) সর্বশেষ হালনাগাতে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের অবনতি হলেও উন্নতি হয়েছে স্পিনার নাসুম আহমেদ ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। 

ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্সের ফলাফল হিসেবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে সিরিজ সেরা হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আশানুরূপ পারফরম্যান্স না করতে পারায় অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারাচ্ছেন সাকিব। সাকিবের পয়েন্ট কমে যাওয়ায় আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী উঠে এসেছেন শীর্ষে। 

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের মোহাম্মদ নবীর পয়েন্ট যেখানে ২৮৫, সেখানে সাকিবের পয়েন্ট কমে হয়েছে ২৭৫। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে ভালো করায় বোলারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। রেটিং পয়েন্ট কমলেও বোলারদের তালিকায় আগের মতো ৯ নম্বরে আছেন সাকিব।

এদিকে লম্বা লাফ দিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। ২৫ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৫৭৬। 

আরেক স্পিনার মেহেদীর অবস্থান করছেন ২০ নম্বরে। মোহাম্মদ সাইফউদ্দীন আছেন ৩৪ নম্বরে। এছাড়া ৯৭ নম্বরে আছেন পেসার শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যানের জায়গা ধরে রেখেছেন ইংল্যান্ডের ডেভিড মালান। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাব্রাইজ শামসি। 

Link copied!